যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসলাম হোসেন ডালিম (২৮) নামে ব্যক্তি জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার দক্ষিণবাড়ি গ্রামের মৃত আবুবক্কর আলির ছেলে ও স্থানীয় একটি কন্সট্রাকশন কর্মকর্তা।
আহত আসলাম জানিয়েছেন, শনিবার তিনি পবনা থেকে যশোর আসেন এক কন্সট্রাকশন কর্মকর্তার সাথে দেখা করার জন্যে। বেলা ১১ টার দিকে তিনি শহরের পৌর পার্কে বসে ছিলেন। এ সময় সাত-আট জন অজ্ঞাত ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে দু’টি মোবাইল ও তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।