যশোরে অজ্ঞান পার্টির কলবে পড়ে হাবিবুর রহমান (২২) নামে এক জুতা ব্যবসায়ী আড়াই লাখ টাকা খুইয়ে ছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি শহরের পুরাতন কসবা কাজীপাড়ার আলী হোসেনের ছেলে ও বড় বাজারে জুতার পাইকারি ব্যবসায়ী।
অসুস্থ হাবিবুর রহমান জানিয়েছেন, ২৯ এপ্রিল রাতে তিনি আড়াই লাখ টাকা নিয়ে ব্যবসার মালামাল কিনতে হানিফ পরিবহন (ঢাকা মেট্র-৯০-৬৬৩৭) যোগে যশোর থেকে ঢাকা যাচ্ছিলেন। ৩০ এপ্রিল ভোরে তিনি বাসের সুপার ভাইজার সাইফুল ইসলাম নামে এক যুকবের কাছ থেকে পানি পান করেন। এ সময় অসুস্থ হয়ে পড়লে তার ব্যবসার আড়াই লাখ টাকা সুপার ভাইজার সাইফুল ইসলামের হাতে নিয়ে টাকা কাউন্টারে জমা দিতে বলেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরলে দেখেন তিনি ঢাকা মেডিকেলে ভর্তি। পরে ২ মে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগির অভিযোগ, সুস্থ হওয়ার পর তিনি ঢাকা হানিফ পরিবহনের কাউন্টারে গিয়েছিলেন। তবে সেখানে কেউ তার টাকা রেখে যায়নি। সুপার ভাইজার সাইফুল ইসলাম অজ্ঞান পার্টির সদস্যদের মাধ্যমে তার টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।