ঢাকার স্পেশাল পুলিশ টিম পরিচয়ে যশোরে ব্যবসায়ীকে আটক

jessore map

যশোর শহরের এমকে রোডের ইডেন মার্কেট থেকে মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ি মাহমুদ টেলিকমের স্বত্তাধিকারি মাহমুদুল হাসানকে ঢাকা পুলিশের স্পেশাল টিম পরিচয়ে আটক করে নিয়ে গেছে। তবে কি কারণে মাহমুদকে আটক করেছে তা জানা যায়নি। আটক মাহমুদ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পার্ককৃষ্ণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের জোড়া বাড়ির সামনে আরিফদের বাড়ির ভাড়াটিয়া।

মাহমুদের বড় ভাই শহরের সিটি প্লাজার ব্যবসায়ি সোনিয়া টেলিকমের স্বত্তাধিকারি শাহিনুর হাসান জানান, শনিবার আনুমানিক সকাল ১১ টা সাড়ে ১১ টার দিকে পোষাক ধারি ও সিভিল পোষাকে ১০/১২ জন পুলিশ এসে মাহমুদকে ইডেন মার্কেটের দোকান থেকে তুলে নিয়ে যায়। কি কারণে মাহমুদকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে তা তারা জানায়নি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিনের কাছে মাহমুদ আটকের কারণ জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে তার জানা নেই। কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসানও এবিষয়ে কিছু জানেন না বলে জানান।

তবে ইডেন মার্কেটের ব্যবসায়িরা জানান, সাদা পোশাকে ৬/৭ জন ও পোশাক পরা ৪/৫ সকাল ১১ টার দিকে মাহমুদ টেলিকমে এসে মাহমুদকে আটক করে নিয়ে যায়। আটককারিরা একটি সিলভার রঙের মাইক্রোবাস ও একটি নীল রঙের পুলিশের পিকআপ নিয়ে ইডেন মার্কেটে আসে।

ব্যবসায়িরা বলেন, আটককারিদের মধ্যে একজন সদস্য তাদেরকে জানান, তারা ঢাকার টেরিটরিজম ইউনিটের সদস্য। ফেসবুকের মাধ্যমে নাশকতা মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মাহমুদকে আটক করে নিয়ে যাওয়া হয়।