মির্জা ফখরুল বিএনপির অতি কৌশলের বলি: তথ্যমন্ত্রী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির অতি কৌশলের বলি হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির পাঁচজন সংসদ সদস্য শপথ নিয়েছেন। মির্জা ফখরুল শপথ নেননি। কেন শপথ নেননি, সেটা তিনিই ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি বিএনপি বহুবিধ কৌশল করতে চেয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, তাদের অতি কৌশলের বলি হচ্ছেন মির্জা ফখরুল।’

বিএনপি সবকিছু একটু দেরিতে বুঝে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল গতকাল বলেছেন, তারা সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি ভুল ছিল। আসলে দলটি গত কয়েক বছরে বহু ভুল সিদ্ধান্ত নিয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন অংশগ্রহণ না করা মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল। ভুল সিদ্ধান্তের কারণেই দলটি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।’ মন্ত্রী আরও বলেন, বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ করেও করেনি, বিষয়টি সেরকমই ছিল। আর অংশগ্রহণ করার পর মনোনয়ন বাণিজ্য না করলে ফল আরও ভালো করতে পারত।

গণফোরামের নেতৃত্বে পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণফোরাম কখনো গণমুখী দল হয়ে গড়ে উঠতে পারেনি। গণমুখী মানুষ ছাড়া দলকে গণমুখী করা যায় না। সুতরাং দলে যত পরিবর্তনই আসুক না কেন, তাতে দলে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে না।