আবার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ মাথাচাড়া দিয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্য আলোচনার চুক্তি ভঙ্গ করেছে চীন। বৃহস্পতিবার দু’দেশের মধ্যে বাণিজ্য নিয়ে সমঝোতামুলক আলোচনার আগে এমন মন্তব্য করেন তিনি। এতে দু’পক্ষের মধ্যে বিরোধ কতটা প্রকট তার প্রকাশ পেয়েছে।
ওদিকে বেইজিংও কড়া মন্তব্য করেছে। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্কহার বাড়ায় তাহলে তারা প্রতিশোধ হিসেবে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ২০০০০ কোটি ডলার মূল্যের ওপর শুল্কহার দ্বিগুণের বেশি করার প্রত্যয় ঘোষণা করেন। এরপরই চীন ওই মন্তব্য করল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে এ নিয়ে আলোচনার আগে ট্রাম্প চীনকে অভিযুক্ত করেছেন। বলেছেন, বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র যে দরকষাকষি করছিল সে বিষয়ক চুক্তি ভঙ্গ করেছেন চীনা নেতারা।
ফ্লোরিডায় এক র্যালিতে তিনি সমর্থকদের বলেন, তারা (চীন) চুক্তি ভঙ্গ করেছে। তারা এটা করতে পারে না। তাদেরকে মূল্য পরিশোধ করতেই হবে।
সম্প্রতি দৃশ্যত দু’পক্ষ বাণিজ্য যুদ্ধ শেষ করে এনেছিল বলে মনে হয়েছিল। কিন্তু রোববার অকস্মাৎ ট্রাম্প টুইটারে বলেন, এ সপ্তাহ থেকে চীনা ২০০০০ কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শুল্কহার বৃদ্ধি করবে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে নতুন শুল্কহার চালু করা হতে পারে।
এরপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইহাইজার চীনকে অভিযুক্ত করেন। বলেন, তারা তাদের প্রতিশ্রুতি থেকে পশ্চাতে সরে যাচ্ছে। তবু বেইজিংয়ের সঙ্গে একটি বানিজ্য চুক্তি সম্ভব বলে তিনি মনে করেন।