যশোরে ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, তদন্তে পিবিআই

jessore map

যশোরে এক ব্যবসায়ীর কাছে ৩০ লাখ টাকা চাঁদাদাবি, ১০ লাখ আদায় ও বাকি টাকার জন্য প্রাণ নাশের হুমকির অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোর সদর উপজেলা তরফ নওয়াপাড়া এলাকার মৃত গহর আলী বিশ্বাসের ছেলে আমরান মিয়া ইনু। তিনি ওই এলাকার ইনু এন্টারপ্রাইজ এন্ড ক্যাবেল প্রতিষ্ঠানের মালিক।

মামলায় শেখহাটি বাবলাতলা এলাকার মৃত শেখ আতিয়ার রহমানের ছেলে শেখ মনজুরুল ইসলাম মন্টু সহ অজ্ঞাত আরো আরো তিনজনকে আসামি করা হয়। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন বিষয়টি আমলে নিয়ে পুলিম ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, আসামিরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। বাদীর ওই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই সুবাধে আসামিরা দির্ঘদিন ধরে বাদীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বাদী জীবনের ভয়ে নিরবে ইতোমধ্যে ১০ লাখ টাকা দিতে বাধ্য হয়েছেন। এরই মধ্যে গত ৫ মে দুপুরে আসামিরা মোটরসাইকেল যোগে বাদীর বাড়িতে আসে এবং তাৎক্ষনিক পাঁচ লাখ টাকা চাঁদা দিতে বলে। টাকা দিতে না পারায় ৭ মে’র মধ্যে পাঁচ লাখ টাকা না দিলে বাদিকে গুলি করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। চাঁদার টাকা না পেয়ে ৮ মে বাদীর ম্যানেজার আব্দুল হালিম ইন্টারনেট ও ডিসের বিল তুলে আনার সময় আসামিরা হালিমের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেই। পরে বিষয়টি বাদী জানতে পেরে আদালতে মামলা করেন।