যশোরের চৌগাছার ছামারুল ইসলাম হত্যা মামলার পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
অভিযুক্তরা হচ্ছেন- চৌগাছা উপজেলার সিংহঝুলি খা-পাড়ার নফর খা’র ছেলে আলিম হোসেন, মৃত শহিদুল ইসলামের ছেলে শাকিল হোসেন, আব্দুর রাজ্জাক খা’র ছেলে বাপ্পা রাজ, রহমত আলী ওরফে বুদো খা’র ছেলে কাজল এবং রেজাউল ইসলাম ওরফে রেজা কালুর ছেলে সবুজ হোসেন।
চৌগাছা থানার এসআই কাওছার আলম রোববার মামলা তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দাখিল করেন।
গত বছরের ৩১ জানুয়ারি রাত ৯টার দিকে চৌগাছা উপজেলার জামুলতা গ্রামের ছামারুল ইসলাম সিংহঝুলি গ্রামে পৌছালে আসামিরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন এসে ছামারুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় ছামারুল ইসলামের স্ত্রী রেবেকা বেগম বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। ছামারুল ইসলামের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে মামলাটি হত্যা মামলায় রুপ নেই।
তদন্ত কর্মকর্তা বিভিন্ন সময়ে আসামিদের আটক করেন। আটক আসামিদের দেয়া তথ্যে এবং স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমাদেন।