যশোরের বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্টে ভারত গমনকারী পাসপোর্ট যাত্রীদের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করেছেন বেনাপোল কাস্টমস হাউস। এবার রোজায় উন্নত মানের ইফতারের ব্যবস্থা করায় হতবাক করেছে যাত্রীদের।
কাস্টমস এর ইতিহাসে কোনো চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের জন্য এ ধরনের গণহারে ইফতার বিতরণ করার ব্যবস্থা দৃষ্টান্ত স্থাপন করেছে। ভাবমূর্তি উজ্জল হয়েছে সরকারের। ভারত ও বাংলাদেশে এ নিয়ে রীতিমত প্রশংসার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী বেনাপোলে যোগদানের পরপরই এ ধরনের উদ্যোগ যেমনি প্রশংসিত হয়েছে। তেমনি উপকৃত হয়েছেন মানুষ। দেশ-বিদেশে কাস্টমস এর সুনাম অর্জিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে আসা শতশত পাসপোর্ট যাত্রী এ ধরনের সেবা গ্রহণ করছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ের আলাউদ্দিন ব্যাপারী (৫৫) চেন্নাই থেকে ফিরছিলেন। ছত্রিশ ঘণ্টা ভ্রমণক্লান্ত যাত্রী তিনি। এক ঘণ্টা আগেও অনিশ্চিত ছিলেন এ বেলায় সীমান্ত পার হতে পারবেন কি-না। চেকপোস্টে ঢুকেই হাতে কাস্টমস এর ইফতারের প্যাকেট! পরিশ্রান্ত যাত্রী বিস্মিত হয়ছেন! খুশিটা অভিব্যক্তিতে স্পষ্ট।
তিনি বললেন, ইফতার নিয়ে বেশি চিন্তিত ছিলাম। আল্লাহ মহান। যাওয়ার আগে কাস্টমস কর্মকর্তাদের ধন্যবাদ দিতে ভুললেন না।
বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, রোজায় দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীদের মধ্যে ইফতার সামগ্রি বিতরণ করতে পেরে গোটা কাস্টমস হাউস গর্বিত। দু’দেশের কাস্টমস ও সরকারের ভাবমূর্তি উজ্জল হয়েছে। আমরা এ ধরনের আরো দৃষ্টান্ত স্থাপন করতে চাই।