শেষ হল জাগরণী চক্র ফাউন্ডেশনের ‘আমার বই আমি লিখি, আমি আঁকি’ কর্মশালা

বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন-এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় যশোররে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (১৮ ও ১৯ মে ২০১৯) ‘আমার বই আমি লিখি, আমি আঁকি’ শীর্ষক (বুকমেকিং) কর্মশালা শেষ হয়েছে।

শেষ দিনে রবিবার ( ১৯ মে) শিক্ষার্থীরা তাদের নিজের লেখা সাহিত্য কর্মের পাশাপাশি প্রচ্ছদ অঙ্কন ও বই বাইন্ডিং করা শেখে। এছাড়া ২০১৮ সালের বুকমেকিং কর্মশালায় হাতে তৈরী তিনটি সেরা বইকে পুরস্কৃত করা হয়।

কর্মশালার শেষ দিনে বিকালে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা পুরস্কার ও সনদ তুলে দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিন্দিতা রায়। এসময় আরো উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক অদিতি আরজু, পরিচালক(কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ প্রমুখ।

কর্মশালার প্রশিক্ষক হিসাবে ছিলেন বিশিষ্ঠ চিত্র শিল্পী ও লেখক সৈয়দ গোলাম দস্তগীর মিঠু।