ঝিকরগাছায় জমে উঠেছে ঈদের বাজার

আসছে খুশির ঈদ। সংযমের সঙ্গে মানুষের মনে উদ্বেলিত হচ্ছে আসন্ন ঈদকে নিয়ে নানা ভাবনা। ঈদ মানেই নতুন পোশাক, নতুন আনন্দ। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে মানুষের কেনাকাটার আগ্রহ। তাই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেতে শুরু করেছে যশোরের ঝিকরগাছার ঈদের বাজার।

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করেছেন পোশাক, জুতা ও কসমেটিক্স বিক্রেতারা। বিভিন্ন নামে নিত্য-নতুন পোশাকের প্রতি আগ্রহ বেশি তরুণ-তরুণীদের। বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন মডেলের বাহারি পোশাক। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। পিছিয়ে নেই বিভিন্ন জুতার দোকান গুলো। অনেকেই ঈদে কেনাকাটা শুরু করছেন জুতা দিয়ে। বিভিন্ন ব্রান্ডের জুতার দোকানে ক্রেতাদের উপস্থিতি বেশ লক্ষ করার মতো।

শহরের এস কে সুপার মার্কেট, নিশানা শপিং সিটি, স্বপ্ন ভূমি শপিং প্লাজা, জননী সুপার মার্কেট, কাপুড়িয়া পট্টি, চুড়ি পট্টি, বাটা, লিবার্টি, প্রাইম সু, সম্রাট সু, আফজাল সু, নাজ সু সহ বিভিন্ন জুতার দোকানে চলছে হরদম বেচাকেনা। দেশি-বিদেশি শাড়ি, ওয়ান পিস, থ্রী পিস, গাউন, প্লাজু, লেহেঙ্গা, পাঞ্জাবি, শার্ট, কাতুয়া, প্যান্ট, জুতা, শিশুদের কাপড়, কসমেটিক্স, জুয়েলারিসহ সর্বত্রই চলছে ধুমধাম কেনাকাটা।

দর্জি দোকানিরাও ব্যস্ত সময় পার করছেন। অতিরিক্ত লোক নিয়োগ করেও তারা কাজ করতে হিমশিম খাচ্ছেন।

স্বপ্ন ভূমি শপিং প্লাজার গাজী ফ্যাশানের পরিচালক জাহিদ হাসান ও সম্রাট জানান, গত ঈদের চেয়ে এই ঈদে বিক্রি কিছুটা বেড়েছে। বিভিন্ন বয়সী তরুণ-তরুণীরা নতুন মডেলের পোশাক কিনছে। তবে ১৮-২০ রমজান থেকে বেশি বিক্রি হবে। ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা ক্রেতাদের জন্য লটারী, হ্রাস সহ বিভিন্ন ধরনের অফার চালু করেছেন।