যশোরের উপশহরে ব্যবসায়ীকে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি

jessore map

দোকনের সামনে ড্রেন কাটাকে কেন্দ্র করে যশোরের উপশহর চৌধুরি মার্কেটের বাসিন্দা মৃত সোলাইমান বিশ্বাসের ছেলে ব্যবসায়ী আমিনুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে আমিনুল ইসলাম কোতয়ালি থানায় একটি জিডি করেছেন। নাম্বার- ১০০৭। তারিখ- ১৯.০৫.১৯।

আমিনুল ইসলাম বলেছেন, উপশহর চৌধুরি মার্কেটের তার দুইটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের নাম মদিনা কার্পেন্ট ও কালু মোটরস। দীর্ঘদিন ধরে তিনি এখানে সুনামের সাথে ব্যবসা করে আসছেন। কিন্তু সম্প্রতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দোকানের সামনে দিয়ে ড্রেন নির্মান করছে। আর এই ড্রেন নির্মান করাকে কেন্দ্র করে বিভিন্ন কথা চালাচালি হচ্ছে। অনেকে বলছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পাঠনদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে তাদের বাড়ি বাচানোর জন্য বাড়ির সামনে দিয়ে ড্রেন বাকা করে কেটেছে। এখানে ড্রেনের ম্যাপ সঠিক ভাবে অনুসরন করা হয়নি। পাশের বাসিন্দা পাঠান ও তার দু’ছেলে মিল্টন ও মিলন সন্দেহ করছে কথা গুলো হয়তো আমিনুলই প্রচার করছে। আর এই সন্দেহের বশবর্তী হয়ে রোববার সন্ধ্যা রাতে পাঠান, তার দু’ছেলে মিল্টন ও মিলনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন লোহার রড লাঠি সোঠা নিয়ে আমিনুলের উপর হামলা চালাতে উদ্যত্ত হয় ও অকথ্য ভাষায় গালিগালাচ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এসময় আমিনুল ব্যবসা প্রতিষ্ঠানেই ছিলেন। বিষয়টি অন্য ব্যবসায়িসহ স্থানীয় সকলেই প্রত্যক্ষ করেন। এসময় পাশের ব্যবসায়ী বানি ষ্টিল প্লাজার স্বত্তাধিকারি খোকন এগিয়ে গেলে মিল্টন, মিলনসহ অজ্ঞাত সন্ত্রাসীরা তাকেও হুমকি দেয় ও গালিগালাচ করে। এব্যাপারে আমিনুল জীবনের নিরাপত্তা চেয়ে কোতয়ালি থানায় জিডি করেছেন।