শালিখায় জাগরণী চক্র ফাউন্ডেশনের গরুগাড়ী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজনে মাগুরার শালিখা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গরুগাড়ী দৌড় প্রতিযোগিতা। সোমবার (২০ মে ২০১৯) উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের সিংড়া মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে অংশ নেয় মাগুরা জেলার বিভিন্ন এলাকার ২০টি গরুগাড়ী।

দুপুরে পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিমলেন্দু সিকদার।

প্রতিযোগিতায় তিনটি রাউন্ডে নির্বাচিত গাড়ী অংশ নেয় সেমিফাইনালে এবং সেমিফাইনাল বিজয়ী গাড়ী অংশ নেয় ফাইনালে। ফাইনালে প্রথম স্থান অর্জন করে তিলখড়ী এলাকার জাকির মল্লিকের গরুগাড়ী, দ্বিতীয় স্থান অর্জন করে সিংড়ার আখের আলী গরুগাড়ী এবং তৃতীয় স্থান অর্জন করে তিলখড়ীর হালিম মোল্যা গরুগাড়ী।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরীকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কাজী মাজেদ নওয়াজ, জেলা পরিষদ সদস্য আব্দুস সবুর মুসল্লী, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গোবিন্দ বিশ্বাস, প্রবীণ কমিটির সভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা শংকর বিশ্বাস প্রমুখ।

প্রতিযোগিতা আয়োজনে আর্থিক সহযোগিতা করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।