যশোরের ঝিকরগাছায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পানিসারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নওশের আলী, জেলা আওয়ামী লীগের সদস্য শাহিন সরদার, ঝিকরগাছা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
এসময় উপস্থিত ছিলেন- নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক, সাবেক ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক সাধারন সম্পাদক শামিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক শিপলু, সাধারন সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌফিক আলম কৌশিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন, বাসস্টান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর।