যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে বজ্রপাতে মিজানূর রহমান (৪৫) নামে এক কৃষাণের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।
নিহতের প্রতিবেশি আব্দুল হামিদ দপ্তরী জানান, মিজানূর রহমান ঝিকরার বিলে রাকিব দপ্তরীর মাছের ঘেরে কৃষাণের কাজ করছিল। দুপুরে হটাৎ ঝড়বৃষ্টি শুরু হলে সে বজ্রপাতের শিকার হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আনলে ডাক্তার মৃত্য তাকে ঘোষণা করে। মিজানূর রহমানের সংসারে স্ত্রী এক পুত্র ও দুইটি কন্যা সন্তান রয়েছে।