বিএনপির আন্দোলন সংগ্রামে নিহত পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। যশোরে জেলায় বিভিন্ন উপজেলায় ৪১ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঈদ উপহার তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
আজ রোববার যশোর মনিরামপুর উপজেলা বিএনপির আয়োজনে ১১ নিহত পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়। সকাল সাড়ে ১১টায় মনিরামপুর উপজেলা বিএনপির কর্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ সামগ্রী গ্রহন করেন নিহত পরিবারের সদস্যরা। মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপ্রতি শামসুল হুদা, সাবেক সহ-সভাপতি এ্যাড. নজরুল ইসলাম, রফিকুর রহমান তোতন, সাবেক সহ-সভাপতি এ্যাড.জাফর সাদিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদসহ মনিরামপুর উপজেলা সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঈদ উপহার ঝিকরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলা নিহতের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। সকালে ঝিকরগাছায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ নাজমুল ইসলামের সহধর্মীনী সাবিরা সুলতানা ও শহীদ শওকত আলীর ছেলে রফিকুল আলম মুকুলের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা সরদার শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ্ নেওয়াজ ইমরান, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোনাজ্জেল হোসেন লিটন, সভাপতি নাজমুল হক নাজু, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান আব্দার, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আরাফাত হোসেন কোমল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রানা, কলেজ ছাত্রদলের সভাপতি নাজমুল আরাফাত রাচি, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক শাহিন আলম বিপ্লব, তথ্য ও গবেষনা সম্পাদক ইয়ার হোসেন, ছাত্রনেতা শামিম রেজা, সুমন আহম্মেদ প্রমূখ।
পরে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদ সোলায়মান, পুটখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহীদ আব্দুল খালেক, বেনাপোল ইউনিয়ন বিএনপি নেতা শহীদ লিয়াকত আলী ও শার্শা ইউনিয়ন বিএনপি নেতা শহীদ কোরবান আলীর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন যশোর জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।