৫ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮৯০ : এনসিপিএসআরআর

চলতি বছরের প্রথম পাঁচ মাসে এক হাজার ৭৯২টি সড়ক দুর্ঘটনায় ২৪২ নারী ও ৩১২ শিশুসহ মোট এক হাজার ৮৯০ জন নিহত ও তিন হাজার ৫৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)।

রোববার নিজেদের নিয়মিত মাসিক জরিপ ও পর্যবেক্ষণ প্রতিবেদনে এ কথা জানায় এনসিপিএসআরআর।

দেশব্যাপী বিভিন্ন মহাসড়ক, জাতীয়, আন্তজেলা ও আঞ্চলিক সড়কে এ বছর ১ জানুয়ারি থেকে ৩১ মের মধ্যে ওইসব দুর্ঘটনা ঘটে। ২২টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক পত্রিকা এবং আটটি অনলাইন নিউজপোর্টাল ও নিউজ এজেন্সির তথ্যের ওপর ভিত্তি করে ওই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে সংঘটিত ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় ৫৩ নারী ও ৭১ শিশুসহ ৪১১ জন নিহত ও ৭২৫ জন আহত হন।

ফেব্রুয়ারিতে ৪০১টি দুর্ঘটনায় ৪১৫ জন নিহত ও ৮৮৪ জন আহত হন। নিহতদের মধ্যে ৫৮ জন নারী ও ৬২ শিশু রয়েছে।

মার্চ মাসে মোট ৩৮৪টি সড়ক দুর্ঘটনায় ৪৬ নারী ও ৮২ শিশুসহ নিহত হন ৩৮৬ জন। ওইসব দুর্ঘটনায় আহত হন ৮২০ জন।

এদিকে এপ্রিলে ৩২৭ সড়ক দুর্ঘটনায় ৩৪০ জন নিহত ও ৬১০ জন আহত হন। নিহতদের মাঝে ৩৮ নারী ও ৫৩ শিশু রয়েছে।

এ ছাড়া মে মাসে সংঘটিত ২৯৭টি দুর্ঘটনায় ৪৭ নারী ও ৪৪ শিশুসহ মোট ৩৩৮ জন নিহত ও ৫০৪ জন আহত হন।

এনসিপিএসআরআর এত বেশি সংখ্যক সড়ক দুর্ঘটনার বেশ কিছু বড় কারণ চিহ্নিত করেছে বলে জানান প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে।

এনসিপিএসআরআর অনুসারে দুর্ঘটনা বৃদ্ধির কারণগুলো হলো : চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেক করা।

এ ছাড়া বিরতি ছাড়াই চালকদের দীর্ঘ সময় ধরে গাড়ি চালানো, আনফিট গাড়ি বন্ধে আইনের প্রয়োগ না থাকা, দীর্ঘ পথে ট্রাফিক আইন ভঙ্গ, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধিও দুর্ঘটনার জন্য দায়ী বলে জানায় এনসিপিএসআরআর।