“হাসপাতালে আছো শুয়ে
অসুখ বিসুখ নিয়ে
দুঃখ ব্যথা ভুলিয়ে দেবো
ভালবাসা দিয়ে
আমরা স্বজন পাশেই আছি
আজকে ঈদের দিন,
দুঃখ ব্যথা বিদায় নেবে”
বাজবে খুশির বীণ-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঈদের দিন (বুধবার) সকাল ১১ টা ৩০ মিনিটে স্বজন সংঘ’র সহ-সভাপতি নিত্য গোপাল সাহা’র সভাপতিত্বে উদযাপন করা হয় এক ব্যতিক্রমী ঈদ আয়োজনের। উক্ত আয়োজনে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মানসিক অবস্থার উন্নয়নে তাদেরকে উৎসাহ প্রদান, ঈদ শুভেচ্ছা বিনিময় এবং ৮০ জন শিশুদের মাঝে খেলনাসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভা, যশোরের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: আজিজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন স্বজন সংঘ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাধন কুমার দাস, সহকারী সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার নন্দী, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদ হুসাইন, কোষাধ্যক্ষ তাপস লাহা, দপ্তর সম্পাদক সঞ্জয় কুমার মন্ডল, নির্বাহী সদস্য কৃষ্ণপদ মল্লিক, সদস্য প্রসেনজিৎ গাইন, লুৎফর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বজন সংঘ’র সহযোগী সংগঠন ভ্যাস’র স্বেচ্ছাসেবক ইয়াসির আরাফাত শুভ, কুয়াশা রাহা,উম্মে হাবিবা সেতু, সিদরাতুল মুনতাহা সুচি, প্রহ্লাদ সাহা প্রমুখ।