যশোরের বাঘারপাড়ায় মাসুদ রানা (২০) নামে এক দোকানীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের হালিম মোল্যার ছেলে।
আহত মাসুদ রানা জানিয়েছেন, শ্রীরামপুর বাজারে তার মুদি দোকান আছে। শুক্রবার রাত ১০ টার দিকে তিনি দোকান বন্ধকরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির অদূরে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরধরে রিপনের নেতৃত্বে আনোয়ার, সাঈদসহ সাত-আট জন তাকে গতিরোধ করে পিটিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।