যশোর শহরে সন্ত্রাসী হামলার শিকার পুলিশ কনসটেবল

jessore map

যশোর শহরের জজ কোর্ট মোড়ে সন্ত্রাসী হামলায় ট্রাফিক পুলিশের কনসটেবল নুরুল ইসলাম তালুকদার (কনসটেবল নম্বর ৪০৩) আহত হয়েছেন। শহরে ইজিবাইক ঢুকতে বাধা দেয়ায় রাব্বি নামে এক সন্ত্রাসী নুরুল ইসলামের উপর হামলা চালিয়ে তাকে আহত করে। আহত নুরুল ইসলামকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কোতয়ালি থানার মোবাইল টিম হামলার সাথে জড়িত অভিযোগে রাব্বিকে আটক করে। রাব্বি শহরের ষষ্ঠিতলাপাড়ার ফরিদের ছেলে। রাব্বির নামে হত্যা ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। হামলায় ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেলে মামলা হবে।

হামলার শিকার ট্রাফিক পুলিশের কনসটেবল নুরুল ইসলাম তালুকদার জানান, রোববার বিকেলে তিনি শহরের জজ কোর্ট মোড়ে ট্রাফিক ডিউটি করছিলেন। মুজিব সড়ক দিয়ে একটি ইজিবাইক যাত্রি নিয়ে জজ কোট মোড় দিয়ে শহরে ঢোকার চেষ্টা করে। ওই ইজিবাইকে রাব্বিসহ কয়েকজন যাত্রি ছিল। শহরে ঢুকতে বাধা দেয়ায় বাইক থেকে নেমে এসে রাব্বি ট্রফিক কনসটেবল নুরুল ইসলামের সাথে কথাকাটাকাটি করে। দোকানের অন্য কর্মচারিরাও জজ কোর্ট মোড়ে এসে জড়ো হয়। একপর্যায়ে রাব্বি কনসটেবল নুরুল ইসলামকে কিলঘুষি মেরে আহত করে। এখবর শুনে কোতয়ালি থানার মোবাইল টিম জজ কোর্ট মোড়ে যেয়ে রাব্বিকে আটক করে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পরিদর্শক সুভেন্দু মুন্সি হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেলে মামলা হবে।

এদিকে কোতয়ালি পুলিশের একটি সূত্র জানায়, রাব্বির নামে কোতয়ালি থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে।