মণিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

jessore map

অধিপস্ত বিস্তার করাকে কেন্দ্র করে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিএম হুমায়ুন কবির (৩৫) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি ওই উপজেলার চালকিডাঙ্গা গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে।

আহত হুমায়ুন কবির জানিয়েছেন, গ্রামে অধিপত্ত বিস্তার করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য খোরামের সাথে তার বিরোধ চলে আসছিলো। সোমবার রাত নয় টার দিকে খোরামের নেতৃত্বে সাত-আট জন সন্ত্রাসী তার বাড়িতে হামলাকরে কুপিয়ে হত্যা চেষ্টা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।