তরুণীর গালে চুমু দেয়া সেই ডাক্তারের বাড়ি যশোরে

রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া তরুণীর গালে চুমু দেয়া ডাক্তার শওকত হায়দারের ঠিকানা মিলেছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। ঝিকরগাছায় বাড়ি হলেও সপরিবারে দীর্ঘদিন ধরে তিনি বাইরে থাকেন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছায় তিনি রোগী দেখেন।

গত রোববার (১৫জুন) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে যায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর অভিযোগ, চিকিৎসা শেষে বের হওয়ার সময় হাসপাতালের এক ডাক্তার তার মুখের (ত্বকের) ইনফেকশন দেখতে চান। ইনফেকশন দেখার ছলে ডাক্তার ওই তরুণীর গালে চুমু দিয়েছেন। এছাড়া ইনজেকশন দেখার সময় তার সাথে আপত্তিকর আচরণ করেন। তিনি তরুণীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার চেষ্টাও করেন। পরবর্তীতে বাসায় গিয়ে তরুণী তার বোনকে বলেন ও চিকিৎসককে ফোন দেন। এসময় ফোনে বেশ কয়েকবার এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ডাক্তার। সেই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা পরবর্তীতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে। এ বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।