যশোরে প্রেম সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দু’যুবক জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলো, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে শাকিল হোসেন (২৫) ও হাসমত আলীর ছেলে সোহেল রানা (২২)।
আহত সোহেল রানা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকার বড় ভাই শাকিল হোসেনের সাথে একটি মেয়ের প্রেমর্জ সম্পর্ক চলে আসছিলো। ২০ দিন আগেও এ ঘটনায় গ্রামে সালিশ বৈঠক হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে শাকিল ব্যক্তিগত কাজে আড়পাড়া ফকিরপাড়াতে যান। এ সময় ওই মেয়ের ভাই ডিতুর নেতৃত্বে নাসিমসহ সাত-আট জন তাকে ছুরিকাঘাতে জখম করে। পরে সোহেল রানা বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।