ঝিনাইদহে পুলিশের সাথে ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

Jhenaidah map

ঝিনাইদহ শহরের মথুরাপুরে রোববার দিনে দুপুরে মাদক ব্যববসায়য়দের সাথে পুলিশের গোলাগুলির ঘটনায় ৯ মাদক মামলার আসামী শহিদুল ইসলাম (৫৩) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়েছেন। এসময় ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ী শহিদুল ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার নামে ৯টি মাদকের মামলা রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিপুল পরিমাণ মাদক দ্রব্য শহরে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের মথুরাপুর এলাকায় অবস্থান নেয় পুলিশ। দুপুরে ১টার দিকে পুলিশের উপস্তিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয় শহিদুল। অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলামকে গ্রেফতার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার ডান পায়ে গুলি লাগে। পুলিশ শহিদুলের দেহ তল্লাসী করে ১ টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও সাড়ে ৫ শ’ পিস ইয়াবা উদ্ধার করে।