যশোর-মাগুরা সড়কে বাসের চাপায় নারীর মৃত্যু

jessore map

যশোর-মাগুরা সড়কে বাসের চাপায় বিউটি খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস ও বাসের হেলপার ও ড্রাইভারকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে যশোর-মাগুরা সড়কের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিউটি খাতুন যশোর সদর উপজেলার কাশিমপুর বাজারের ইঞ্জিনিয়ার জহির উদ্দিন মোহাম্মদ বাবর আলীর স্ত্রী।

নিহতের ভাই রিপন হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে বিউটি খাতুন তার স্বামীর মোটরসাইকেলে বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন। যশোর-মাগুরা সড়কের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছুলে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের সামনের চাকার সাথে ওড়না পেচিয়ে গেলে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় বাসের পিছন চাকা তার মাথার এক পাশে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

যশোর কোতয়ালি মডেল থানার এসআই পলাশ বিশ্বাস লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। এছাড়া তিনি ঘাতক বাসটি (চট্টগ্রাম মেট্টো ব-১১১২৬৪) জব্দ এবং বাসের ড্রাইভার শহিদুল ইসলাম ফকির ও হেলপার রফিকুল ইসলাম আল আমিনকে আটক করেছেন।