বাংলাদেশে বেড়ে যাওয়া ধর্ষণের ঘটনা রোধে ধর্ষকের ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে দিকে এফএসডিও হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসয় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেব বিশ্বাস, সহ-সভাপতি দীপ্ত মোন্ডল।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও ন্যায় বিচার নিশ্চিত না হওয়ায় তা মাহামারি আকার ধারণ করেছে। বিকারগ্রস্ত মানুষের হাত থেকে শিশুরাও রক্ষা পাচ্ছে না। তাই ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড দাবি জানানো হয়।