গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, ধানের ন্যায্যমূল্যসহ সাত দফা দাবিতে যশোর শহরে বিক্ষোভ মিছিল ও পথা সভা করেছে কৃষক সংগ্রাম সমিতি। সোমবার দুপুরে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও পাইপপট্টি মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস ও জাতীয় ছাত্রদল নেতা মধু মঙ্গল বিশ্বাস প্রমুখ।
নেতৃবৃন্দ গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, ধানের ন্যায্যমূল্য, হাটে-বাজারে সরকারি ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের নিকট থেকে পর্যাপ্ত ধান ক্রয়, পর্যাপ্ত গুদাম নির্মাণ, পাটের দাম ন্যূনতম মণপ্রতি ৩ হাজার টাকা নির্ধারণসহ ৭ দফা দাবিতে কৃষক-জনতাকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, এবারের বাজেটে ভ্যাট আইনের নতুন মাত্রায় সংশ্লিষ্ট পণ্যের ওপর যে প্রভাব পড়বে, তা মেটাতে হবে সাধারণ জনগণকে। বিশেষ করে নিম্ন আর মধ্যবিত্তের জীবনযাত্রায় পণ্যের ওপর ভ্যাটের মূল্য বৃদ্ধি গণমানুষকে বিব্রতকর অবস্থার মুখোমুখি করবে। অনেক পণ্যে নতুন করে ভ্যাট সংযোজন, আবার ভ্যাটযুক্ত জিনিসের মূল্য বৃদ্ধি জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে দুঃসহ করে তুলতে পারে। এর সঙ্গে সঙ্গে গ্যাসের মূল্য বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর মতো যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি করবে। দেশের সামগ্রিক ব্যবস্থাপনার ওপর পড়বে এর নেতিবাচক প্রতিক্রিয়া। ক্ষতিগ্রস্থ হবে দেশের সিংহভাগ শ্রমিক-কৃষক সাধারণ মানুষ। নতুন বাজেটে এমন অনেক শুল্কও আরোপ করা হয়েছে, যা পরিশোধ করতে হবে গণমানুষকেই। পরিবর্ধিত বাজেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে আরম্ভ করে পরিবহন, বাসা ভাড়া, কৃষি ব্যয় এবং সেবার মানের ওপর বিরূপ প্রভাব ফেলবে।