প্রকাশিত সংবাদের প্রতিবাদ

jessore map

দৈনিক লোকসমাজ পত্রিকায় চলতি মাসের ৫ জুলাই “কেশবপুরে সংখ‌্যালঘু সম্প্রদায়ের রাস্তা বন্ধ করে দেয়ায় ৩৫ টি পরিবার জিম্মি” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। এতে আরও বলা হয়েছে যশোরের কেশবপুর নারয়ণপুরে সংখ্যালঘু সম্পদায়ের জমি ও যাতায়াতের রাস্তা প্রতিবেশী পুলিশ সদস্য শেখ বাখার উদ্দীন গংরা জোরপূর্বক দখলে নেয়ায় ৩৫ টি পরিবার জিম্মি হয়ে পড়েছে। শুধু তাই নয়, দখলদাররা বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে বলে পত্রিকায় লেখা হয়েছে। যা ভিক্তিহীন ও মিথ্যা।
মৃহ অনিল কুমার বসুর ছেলে বিমল কান্তি বসু, মনোতোষ বসু ও পরিতোষ বসু ২১ শতক জমি কবলা করলেও তারা পাবে ০৭ শতক জমি। তার প্রমান রয়েছে। মামলার এক পর্যায়ে নারায়ণপুর মৌজা জে,এল, নং- ১২১ এবং ৬০২ খতিয়ানের আর,এস ১৯৭২, ১৯৭৩ এবং সাবেক ১৪১৩ দাগের শেখ বাকার উদ্দিনকে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক যশোর তৎ পক্ষে সহকারী কমিশনার (ভূমি) কেশবপুর, কবলা সূত্রে ৭৮ শতক জমির রায় পেয়ে জমির মালিকানা প্রাপ্ত হন। যার চলমান রেকোর্ড রয়েছে। কিন্তু বিমল কান্তি বসু, মনোতোষ বসু ও পরিতোষ বসু জোরপূর্বক ভয় ভীতি দেখিয়ে বাড়তি জমি দখলের পায়তারা করেছে। একই সাথে চাকরি খোয়াবার ভয় দেখিয়ে যাচ্ছে এবং হত্যার হুমকি দিচ্ছে এবং তাদের বোন সেবানি বসু (কালী) প্রতিনিহত নারী নির্যাতন মামলার ভয় দেখিয়ে যাচ্ছে এবং তারা নিজেদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়ে শেখ বাকার গং কে ফাঁসিয়ে দিয়ে ভারত চলে যাবে বলে হুমকি দিচ্ছে। এতে করে শেখ বাকার গং এর বাড়ির মহিলারা আতঙ্কে আছে। ভয়ে রাতে বাড়ি থাকা সম্ভব হচ্ছে না তাদের।
ফলে জিম্মি ওরা নয়, জম্মি হয়ে পড়েছি মূলত আমরা। এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
– শেখ বাকার উদ্দীন, গ্রাম: নারায়ণপুর, কেশবপুর, যশোর।