মণিরামপুরে বৃক্ষ মেলার উদ্বোধন

যশোরের মণিরামপুরে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন তিনি। এরপর উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমতল নৃগোষ্ঠী ও দলিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্ত এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শুভ্রা রানী দেবনাথ, সাবেক উপজেলা চেয়ারম্যান এমএম নজরুল ইসলাম,জি এম মজিদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবারের মেলায় বিভিন্ন ফলদ বৃক্ষের ১৮টি স্টল স্থান পেয়েছে।