মণিরামপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

jessore map

যশোরের মণিরামপুরে বজ্রপাতে কবির দফাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি নেহালপুর গ্রামের মৃত আনসার আলী দফাদারের ছেলে।

নিহতের চাচা সোলায়মান হোসেন জানান, বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে কবির বাড়ির পাশে বিল কপালীয়ায় গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় বৃষ্টি শুরু হলে সে মাঠের একটি ঘের পাড়ে টোং ঘরের দরজার পাশে আশ্রয় নেয়। হঠাৎ ওই ঘরের ওপর বজ্রপাত হলে টিনের চালা ছিদ্র হয়ে তা কবিরের গায়ে লাগে। এতে তার দেহের বাম পাশ পুড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কবিরের।