কেপিএল ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে সবুজ ক্রিকেট দল চ্যাম্পিয়ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোরের খাজুরা প্রিমিয়ার লীগ (কেপিএল) আয়োজনে ৪ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সবুজ ক্রিকেট দল, ফিরোজ ক্রিকেট একাডেমী, আল-আমিন ক্রিকেট ও নারায়ন ক্রিকেট দলেরা অংশগ্রহণ করেন।

শুক্রবার বিকালে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা পুরাতন হিনো মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ফিরোজ ক্রিকেট একাডেমীকে ১৭ রানে হারিয়ে সবুজ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। টচে জিতে নির্ধারিত ৮ ওভারের খেলায় সবুজ ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৪৯ রান করে। ৫০ রানের টার্গেটে ফিরোজ ক্রিকেট একাডেমী ৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৩২ রান করে। খেলায় ম্যান অব-দ্যা টুর্নামেন্ট বিজয়ী দলের বাসুদেব ৭৯ রান এবং ৪টি উইকেট লাভ করেন। ম্যান অব-দ্যা ম্যাচ নির্বাচিত হন রানার্সআপ দলের রফিকুল ইসলাম। খেলা পরিচালনা করেন হৃদয় হোসেন, আল-আমিন ও সুব্রত কুমার। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন।