যশোরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

jessore map

যশোরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বিকাল তিনটায় চৌগাছা উপজেলার দেবালয় গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিশু স্থানীয় সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। প্রথমে তাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপালে রেফার করা হয়েছে।

শিশুটির মা জানিয়েছেন, তার স্বামী ভারতে থাকেন। শনিবার নন্দা নামে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অন্য শিশুদের সাথে তার মেয়ে বাড়ির বাইরে খেলা করছিল। আর তিনি পাশের একটি মন্দিরে পূজা-আর্চনায় গিয়েছিলেন। দুপুর তিনটার দিকে বাড়িতে ফিরে দেখতে পান তার মেয়ে চিৎকার করে কান্নাকাটি করছে। বিশেষ স্থানথেকে রক্তক্ষরণ হতে দেখলে শিশুটির কাছে জানতে চাইলে সে জানায় একই গ্রামের সুকুমার রায়ের ছেলে শিব রায় তাকে কষ্ট দিয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশংকাজনক। প্রথমিক পর্যায়ে ধর্ষণের আলামত মিলেছে। তাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে রেফার করা হয়েছে। সেখানে পরীক্ষার রক্তক্ষরনের সঠিক কারন জানা বলা সম্ভব হবে।

এ বিষয়ে থানার সেকেন্ড অফিসার এস আই সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে শিশুটির যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ধর্ষনের সাথে জড়িতকে দ্রুত গ্রেফতার করে আইনে সোপর্দ করা হবে।