মাশরাফির উদ্যোগে ৫০ টাকায় চিকিৎসা!

masrafi

মাশরাফি বিন মুর্তজা নড়াইলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্যের অনুরোধে ৫০ টাকায় চিকিৎসা সেবা দিতে সম্মত হয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফির পরামর্শে এর আগে নড়াইল সদর হাসপাতালে নতুন ৪ চিকিৎসককে পদায়ন করা হয়।

নড়াইলের সর্বস্তরের জনগণের কল্যাণার্থে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠন করেছিলেন মাশরাফি। তার সেই ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মাত্র ৫০ টাকার ফি নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা দেবেন।

এমনটি জানিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মির্জা নজরুল ইসলাম জানান, মহিষখোলায় অবস্থিত শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালে গাইনী, স্ত্রী ও প্রসূতি, শিশু, মেডিসিন বিশেষজ্ঞ চারজন ডাক্তার নিয়মিত রোগী দেখেন। এ ছাড়া বিশেষ বিশেষ দিনে ঢাকা থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে চিকিৎসা দেয়া হয়।

গত ১৪ আগস্ট নড়াইলবাসীর জন্য ৫০ টাকা ফিতে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবার উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা। স্বল্প খরচে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পেয়ে খুশি নড়াইলের বিভিন্ন পেশার মানুষ।