যশোরে পুলিশ বেষ্টনির মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিএনপি

ফ্যাসিস্ট সরকারের কারণে পুরো জাতি শৃঙ্খলিত হয়ে পড়েছে। সরকারের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। আর সেই সুযোগে সরকার বিদেশী প্রভুদের খুশি করতে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ রবিবার যশোর জেলা বিএনপি আযোজিত আলোচনা সভায় বক্তরা এ কথা বলেন।

সকালে শহরের লারদিঘিস্থ দলীয় কার্যলয় পুলিশ বেষ্টনির মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটি। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে থেকে র‌্যালির বের করার কথা থাকলেও পুলিশি বাধার কারণে তা করতে পারেনি। তবে জেলা কার্যালয়ে নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা কমিটির সদস্য সচিব এড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে জাতীয়তাবাদে বিশ্বাসী। তাই এ দলের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এজন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম আজাদ, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির আহমেদ ছিদ্দিকী বাচ্চ যুব দলের সভাপতি এম তলাম আহমেদ, সাধারণ সম্পাদক, আনসারুল হক রানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামসহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।