যবিপ্রবি ক্যাম্পসে বনিফেস’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

“এসো গড়ি আগামীর ফুসফুস পৃথীবি বাঁচাতে জলবায়ুর পরিবর্তনে বৃক্ষ রোপন অভিযান ” এ স্লোগানকে সামনে রেখে বনিফেস সামাজিক সংগঠন বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগে নিয়েছে। যশোরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হবে এই অংশ হিসাবে আজ বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃক্ষ রোপণ করা হয়েছে। যবিপ্রবির ভিসি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ বৃক্ষ রোপণের কর্মসূচির উদ্ধোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরামুল-উদ- দ্দৌলা। আর উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলাল হোসেন বনি, যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা ও সংগঠনের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাদের উপদেষ্ঠা আব্দুর রশিদ, সংগঠনের সদস্য ফাতিমা আফরিন বিনা, আলমগীর হোসেন. শহিদুল ইসলাম মিলন, আলমগীর,জামির হোসেন, ছুমাইয়া আক্তার রিনা, আল জোবায়ের রনি, পল্লব হোসেন, আল আমিন হোসেন, ইমদাদুল হক, আসাদুর জামান শাওন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করে কামাল হোসেন।