চৌগাছায় যুবককে কুপিয়ে জখম

jessore map

যশোরে চৌগাছা বাজারে অধিপত্ত বিস্তার করাকে কেন্দ্রকরে ফারুক হোসেন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে চিহ্নত সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চৌগাছা উপজেলার বিশ্বাস পাড়ার মৃত হামিদ বিশ্বাসের ছেলে।

আহত ফারুক হোসেন জানিয়েছেন, চৌগাছা বাজার এলাকার নবীর ছেলে স্বর্ণ চোরাচালান কারবারি উসিম উদ্দীনের সাথে গ্রামে অধিপত্ত বিস্তার করাকে কেন্দ্রকরে তার বিরোধ চলে আসছিলো। ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাত টায় হিরা নাকে এক ব্যক্তি তাকে মোবাইল ফোন করে চৌগাছা বাজারের উত্তরণ সিনেমা হলের ভিতর ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী জসিম উদ্দীনের নেতৃত্বে কালামসহ ১০-১২ জন তাকে হাত-পা বেঁধে মারপিট ও কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত নয় টায় যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

আহতের আরো অভিযোগ, অভিযুক্ত জসিম উদ্দীন আগে পুলিশে চাকরি করতেন। স্বর্ণ চোরাচালান কারবারিতে যুক্ত থাকায় তার চাকরি চলে যায়। এরপর স্থানীয় ক্ষমতাশীন দলের সাথে আতাত করে চোরাচালান ও অস্ত্রের ব্যবসা করে আসছে। এক সময় তারা একই সাথে রাজনীতি করতেন। কিন্তু জসিম উদ্দীনের বিভিন্ন অপকর্ম জানতে পেরে তিনি তার সাথে রাজনীতি থেকে সরে আসেন। এরপর থেকে শুরু হয় এলাকায় অধিপত্ত বিস্তারের দ্বন্দ। তাকে হত্যা চেষ্টা ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।