ডেঙ্গুর কাছে এবার হার মানলেন মণিরামপুরের মেহেরুন

jessore map

এবার যশোরের মণিরামপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৬০ বছরের বৃদ্ধা মেহেরুন নেছা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সালামতপুরে নিজ বাড়িতে মারা যান তিনি। মেহেরুন ওই গ্রামের আব্দুর রাজ্জাক দফাদারের স্ত্রী। আব্দুর রাজ্জাক মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত।

আব্দুর রাজ্জাক জানান, চলতি মাসের ৫ তারিখ বৃহস্পতিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন মেহেরুন। শুক্রবার সকালে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শুক্রবার বন্ধের দিন হওয়ায় বিনা চিকিৎসায় মেহেরুনকে বাড়ি আনা হয়। পরের দিন শনিবার তাকে আবার ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি করিয়ে চিকিৎসা চলে তার। অবস্থা গুরুত্বর হওয়ায় সোমবার রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সদর হাসপাতালে অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় মঙ্গলবার সকালে মেহেরুনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন রাখার পর আর মেহেরুন বাঁচবেন না এমনটি বলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকরা তাকে রিলিজ করে দেন। বাড়ি আনার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যু হয় তার।

স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেহেরুন নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।