মেয়ের বাড়িতে যাওয়া হলো না আইয়ুব হোসেনের। তার আগেই বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালি ও গদখালী মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব হোসেন শার্শা উপজেলার বাইশা গ্রামের বাসিন্দা।
স্বজনরা জানান, শনিবার দুপুরে মোটরসাইকেল চালিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালি ও গদখালীর মাঝামাঝি স্থানে পৌছুলে যশোর-বেনাপোল রুটের একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি পড়ে গেলে তার বুকের ওপর দিয়ে বাসটি চলে যায়।
স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। ভর্তির কিছু সময় পর সার্জারি বিভাগের ডাক্তার মনিয়া তাকে মৃত্যু ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে ফাঁড়ির এসআই টিটো মিয়া জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।