রানু মণ্ডলের পর ভাইরাল পাগল ভানু মণ্ডলের গান

সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে রাতারাতি তারকা বনে গেছেন রানাঘাটের নারী রানু মণ্ডল। রেলস্টেশনে গান করে ভিক্ষা করতেন তিনি। গাইতেন লতা মঙ্গেশকরসহ জনপ্রিয় সব শিল্পীদের গান। হঠাৎ কেউ একজন তার একটি গান ভিডিও করে ফেসবুকে পোস্ট দেয়।

সেই গানের ভিডিও ঝড় তুলে নেটিজেনদের মাঝে। একটি গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তো বটেই বিভিন্ন গুণী শিল্পীরা গায়িকার প্রশংসায় পঞ্চমুখ।

রানুর কাছে অনুপ্রেরণা পেয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এখন গান ভালোবাসা প্রাণগুলো সামনে আসার চেষ্টা করছেন। তেমনই আরেকজনকে পাওয়া গেছে। তার নাম ভানু মণ্ডল।

কিশোর কুমারের বিখ্যাত গান ‘ও মেরে দিল কে চ্যান’ গেয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন ওই ব্যক্তি।

‘মাই রুলস মাই লাইফ’ নামে ফেসবুকের একটি পেজে ভানুর গানটি শেয়ার করা হয়েছে। গানটি নিমেষে ১ লাখ ৭৪ হাজার ভিউজ পেয়েছে। সঙ্গে শেয়ার করা হয়েছে প্রায় ২ হাজারবার। নেটিজেন কমেন্ট বক্সে ভানুর গানকেও ভাইরাল করার চেষ্টা করছেন।

অনেকেরই ইচ্ছা, তাকেও সুযোগ দেওয়া হোক বড় প্ল্যাটফর্মে গান গাওয়ার। তবে ভানু কোথাকার বাসিন্দা তা এখনও জানা যায়নি।

ফেসবুক লিংক: