মণিরামপুরে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

monirampur jessore map

যশোরের মণিরামপুরে সবিতা দাস (৫২) নামে তিন সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাড়ির পাশে একটি আম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই গাছের সাথে ছাগলের রশি জড়িয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি।

সবিতা উপজেলার জলকর রোহিতা গ্রামের স্বপন দাসের স্ত্রী।

সবিতা দাসের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে স্বজনদের দাবি, দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনি। রোগের যন্ত্রনা সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই নারী। তার বাবা, মাসহ দুই ভাই একইভাবে আত্মহত্যা করে প্রাণ হারিয়েছিলেন বলে জানা গেছে।

স্থানীয় স্কুল শিক্ষক দেবাশীষ দাস জানান, অসুস্থতার কারণে দেশেসহ ভারতে নিয়ে গৃহবধূর চিকিৎসা করিয়েছেন তার স্বামী। সবকিছু শুনে চিকিৎসক সবিতা দাসকে চোখে চোখে রাখতে বলেছিলেন। গত দেড় বছর স্বামী স্বপন স্ত্রীকে রান্না করে গালে তুলে খাইয়েছেন। সোমবার রাতের খাবার সেরে স্বামীর সাথে ঘুমাতে যান তিনি। এরপর কোন এক সময় উঠে গলায় ফাঁস দেন। রাত একটার দিকে স্ত্রীকে পাশে না পেয়ে খুঁজতে ওঠেন স্বপন। একপর্যায়ে ঘরের পাশে আমগাছে তাকে ঝুলতে দেখেন। এসময় স্বপনের চিৎকারে আশপাশের লোকজন এসে লাশ নামিয়ে আনেন।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই সালাউদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছি। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।