শার্শায় হুন্ডির টাকাসহ আটক-২

benapole jessore map

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে রাজু ও আনোয়ারুল নামে দুইজন হুন্ডি পাচারকারীকে ৯০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল সহ আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাত ১০ টার সময় গোগা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃত রাজু শার্শার কালিয়ানী গ্রামের সালামতের ছেলে ও আনোয়ারুল একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

২১ বিজিবি গোগা ক্যাম্প এর সুবেদার ফুল মিয়া জানায়, রাতে মোটরসাইকেল যোগে দুই যুবক গোগা সীমান্ত দিয়ে আসার সময় তাদের তল্লাশি করে ৯০ হাজার টাকা পাওয়া যায়। আটককৃতদের রাতে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত টাকা গোগা ইউনিয়ন পরিষদ মেম্বর ফারুক হোসেনের বলে তিনি জানান।

এ ব্যাপারে ফারুকের সাথে কথা হলে তিনি বলেন, এটা হুন্ডির টাকা নয়। এ টাকা আমার ব্যবসায়ীক টাকা।

উল্লেখ্য, ইতিপুর্বে হুন্ডি ব্যবসার অপরাধে যশোর র‌্যাব ফারুক মেম্বরকে আটক করে জেল হাজাতে দিয়েছিল।