বেনাপোল সীমান্তের পুটখালী বেনাপোল সড়কের চারাবটতলা নামক স্থান থেকে পিস্তল, ১ রাউন্ড গুলি, ১৫ পিচ ইয়াবা ও এক পুরিয়া গাজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার সকাল ৮ টার সময় এসব উদ্ধার হয়। তবে কাউকে আটক করতে পারে নাই।
৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবি সদস্যরা বেনাপোলের চারাবটতলা নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি পিস্তল এক রাউন্ড গুলি, ১৫ পিচ ইয়াবা, এক পুরিয়া গাজা উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে অস্ত্র ব্যবসায়িরা পালিয়ে যায়।