ক্লিনিকে প্রয়োজনীয় ডাক্তার, নার্স না থাকায় যশোরের ঝিকরগাছায় ফাতেমা ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সাধন কুমার বিশ্বাস। ক্লিনিক বা বেসরকারী হাসপাতালে সার্বক্ষনিক এক জন এমবিবিএস ডাক্তার ও ২ জন ডিপ্লোমা ডিগ্রীধারী নার্স থাকার বিধান থাকলেও অভিযান পরিচালনার সময় তারা ছিলেন না। ফলে সেবা গ্রহীতাদের জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য করিবার অপরাধে ভোক্তা অধিকার আইনের ৫২ ধারা মোতাবেক এই দন্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জসিম উদ্দিন, এস আই দেবব্রত দাস, ইউএনও অফিসের পেশকার মইনুদ্দিন ও শাহ্জালাল প্রমুখ।