যশোরে এক মাদক ব্যবসায়ীকে ২ বছর কারাদন্ড

court jessore
ফাইল ছবি

যশোরে শাহিন মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিাক এক রায়ে এ সাজা দিয়েছেন।

সাজাপ্রাপ্ত শাহিন মোল্লা ঝিকরগাছার নাভারন রেলের মাঠ এলাকার আব্দুর রশীদ মোল্লার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ২৩ জুন শার্শা থানা পুলিশ গোপন সংবাদের জানতে পারে নাভারন মোড়ে এক মাদক ব্যবসায়ী বাসের জন্য অপেক্ষা করছে। পুলিশ সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে পৌছালে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহিনকে আটক ও তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে এসআই খাইরুল আলম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করেন। এ মামলার দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি শাহিন মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত শাহিন মোল্লা পলাতক রয়েছে।