ঝিনাইদহে সীমানা পিলারসহ গ্রেফতার ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে সীমানা পিলারসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।

গ্রেফতাররা হলেন-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াঘড়ি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে শাহীন আলম বাকের (৪৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের শাহাদত হোসেন বিশ্বাসের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।

মিলু মিয়া বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শৈলকুপার বাগুটিয়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় সীমানা পিলারসহ শাহীন আলম ও আব্দুর রাজ্জাককে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।