যশোরে কৃষককে পিটিয়ে হত্যা

jessore map

যশোরে বেধড়ক পিটিয়ে শাহ আলম নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। তিনি যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের মহসিন খলিফার ছেলে। এসময় তার সহযোগী জিল্লুর রহমানকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জিল্লুর রহমান জানান, রবিবার রাতে কচুয়া মধ্যপাড়া গ্রামের বিলের মধ্যে ধানে পানি দিতে যায় শাহ আলম ও জিল্লুর রহমান। রাত ১১টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের আরমানসহ ৬ জন মাছ চুরির অভিযোগে পিটাতে থাকে। ভোর পর্যন্ত পেটানোর পর শাহ আলমের অবস্থা আশংকাজনক হওয়ায় তারা পালিয়ে যায়।

সোমবার ভোরে পরিবারের লোকজন শাহ আলম ও জিল্লুর রহমানকে উদ্ধার করে ভ্যানে বাড়িতে নিয়ে পথে শাহ আলম মারা যায়। আর জিল্লুর রহমানকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার শফিউল্লাহ সবুজ জানান, জিল্লুর রহমানকে চাপা আঘাত করা হয়েছে। সে আশংকামুক্ত।

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম মোর্তজা জানান, ‘সংবাদ পেয়ে কচুয়াগ্রামের শাহ আলমের বাড়িতে যাই। পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। কি কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।