ঝিনাইদহে আলমসাধু খাদে, যুবক নিহত

Jhenaidah map

ঝিনাইদহের মহেশপুরে আলমসাধু খাদে পড়ে মিকাইল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মিকাইল মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের সফি উদ্দিনের ছেলে এবং পদ্মপুকুর শেখ হাসিনা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, ভোরে মিকাইল আলমসাধু যোগে সবজি বিক্রির জন্য মহেশপুর উপজেলা শহরে আসছিলেন। পথিমধ্যে নেপা বাকোসপোতা মাঠের ভেতর ভাঙ্গাচোরা সড়কে আলমসাধুর চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মিকাইল ঘটনাস্থলেই মারা যান এবং চালক আহত হন। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’