যশোরের শার্শা সীমান্ত থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মহিনুর ইসলাম (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে শার্শার কাশিপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মহিনুর শার্শা উপজেলার বেলতা গ্রামের আলাউদ্দিনের ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কাশিপুর বিওপির কর্মরত নায়েক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কাশিপুর সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।