বিয়ের উপহার ৫ কেজি পেঁয়াজ

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড করেছে পেঁয়াজ। একদিনের ব্যবধানে শনিবার গড় দাম আড়াই’শ টাকা থেকে কমে ২০০ টাকায় এলেও, এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে মসলা জাতীয় এ খাবারটি। অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে জাতীয় সংসদে নেতা-মন্ত্রীদের মুখেও এখন শুধু পেঁয়াজের কথা।

এবার এই পোঁয়াজের প্রভাব পড়েছে বিয়ে বাড়িতেও। শনিবার কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালকারপাড় গ্রামে এক বিয়েতে বরের বন্ধুরা উপহার হিসেবে দিয়েছে ‘পেঁয়াজ’। র‌্যাপিং পেপারে মুড়িয়ে উপহার হিসেবে পাঁচ কেজি পেঁয়াজ দেয় তারা। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কালকারপাড় গ্রামের হাজী আবদুর রহিম মিয়ার ছেলে এমদাদুল হক রিপনের বৌভাত অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।

পেঁয়াজ উপহার দেওয়া বরের তিন বন্ধু শাহজাহান, শিপন ও শাহিদ জানান, তারা ২০০ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজ কিনে উপহার হিসেবে দিয়েছেন বন্ধুর ‍বিয়েতে। পেঁয়াজ নিয়ে বাজারে চলা ঝাঁজ (দাম) তাদের এমন কিছু করতে উৎসাহিত করেছে। তারা আশা করেন, বেশি দামের এ পণ্য বন্ধুর নতুন সংসারে বেশ কাজে লাগবে। পেঁয়াজের চড়া দামে এমন উপহার দেওয়াকে নিজেদের প্রতিবাদ বলেও জানান তারা।

বর এমদাদুল হক রিপন বৌভাত অনুষ্ঠানে বন্ধুদের এমন উপহার পেয়ে বেশ উল্লসিত। তার কাছে ব্যতিক্রমী মনে হয়েছে এ ঘটনা। উপহারের এ পেঁয়াজ কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বর বলেন, রান্নায় কাজে লাগাবো। এর বেশি কথা বলেননি তিনি।