ক্রেডিট কার্ডের কড়াকড়ি শিথিল হচ্ছে শিগগিরই

ক্রেডিট কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সব ধরনের কড়াকড়ি শিগগিরই শিথিল করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

এক ফেসবুক পোস্টে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

সম্প্রতি ক্রেডিট কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ি করা হয়েছে। এর ফলে ফ্রিল্যান্সার ও তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত অনেকেই বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ির বিষয়টি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নজরে এসেছে। এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশনা দিয়েছেন।

খুব অল্প সময়ের মধ্যে এ কড়াকড়ি শিথিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। গত ১৯ নভেম্বর ক্রেডিট কার্ডের মাধ্যমে ‘অবৈধ বিদেশি লেনদেন’ বন্ধ করতে গিয়ে পুরো লেনদেনেই কড়াকড়ি আরোপ করা হয়। হঠাৎ এমন সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছেন ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা।