শার্শায় প্রবাসীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

jessore map

যশোরের শার্শার উলাশী গ্রামে স্ত্রীর বিষ প্রয়োগে বিদেশ ফেরত স্বামী সামছুর সরদার (৫০) কে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ নভেম্বর) সামছুর সরদারের ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সে শার্শার উলাশী গ্রামের সরদার পাড়ার আরশাদ সরদারের বড় ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সামছুর গত ৭ বছর ধরে মালয়েশিয়ায় জীবন কাটিয়ে গত ১৫ দিন আগে বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার দু’দিন পর সে শারীরিক অসুস্থতার কারনে ডাক্তারের চিকিৎসা নিতে নাভারন বেসরকারি ক্লিনিকে এক ডাক্তারকে দেখান এবং প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সেবনের পরামর্শ দেন।

ডাক্তার তাকে কাশীর সিরাপ দেন। সিরাপ সেবন করার পর কোনো সমস্যা দেখা না গেলেও পরের বার সেবন করলেই বমি ও পেটে জ্বালাপোড়া শুরু হয়। তখন সামছুরের ছেলে তার বাবাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার পরিক্ষা নিরীক্ষা করে বলে সামছুর বিষক্রিয়ার কারনে অসুস্থ হয়ে পড়েছে তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাবার পরামর্শ দেন। সেখানে তিনি ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ (বুধবার) সকালে মৃত্যুবরন করেন।

এ বিষয়ে সামছুরের পিতা আরশাদ আলী অভিযোগ করে বলেন, আমার ছেলের বউ পারুল আমার ছেলের কাশীর সিরাপের ভিতরে কৌশলে ঘাস মারা বিষ রেখে দেয়। তার প্রেমিক রুবেল এই পরামর্শ দেয়। তারা দুজনে ষড়যন্ত্র করে সামছুরকে মেরে ফেলেছে। আমরা তার অবৈধ সম্পর্কের কথা জেনেও ভয়ে কিছুই করতে পারেনি। রুবেল অনেক ক্ষমতাধর আমাদের ক্ষতি হবে জেনেও ভয়ে নিরব ছিলাম।

সামছুরের এক মাত্র কন্যা তিন্নি অভিযোগ করে বলেন, আমার মাকে ঐ গুন্ডা রুবেল শিখিয়ে দিয়েছিল যে কিভাবে আমার পিতার মেরে ফেলা যায়। সেই কথা শুনে মা বিষ সিরাপের সাথে মিশিয়ে বাবাকে সেবন করিয়ে মেরে ফেললো। আমার বাবা হত্যার বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত সামছুরের স্ত্রী পারুলকে অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকলের ধারনা সম্ভবত পারুল গা-ঢাকা দিয়েছে বলে জানান এলাকাবাসী।

এবিষয়ে অভিযুক্ত পারুলের প্রেমিক মির্জাপুর গ্রামের জনৈক রুবেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে পারুলের আগে সম্পর্ক ছিলো সে তো সবাই জানে। কিন্তু এখন কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে শার্শা থানার এসআই আবুল হাসান জানান, ঘটনা শুনে ঘটনা স্থলে গিয়ে পরিবারের সাথে কথা বলে জানা গেছে এ ঘটনায় খুলনা সোনাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট ও আলামতের ভিসেরা রিপোর্ট পাওয়া গেলে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনাস্থল পরিদর্শন ও পরিবারের সাথে কথা বলে এটা নিশ্চিত হওয়া গেছে যে, বিষ প্রয়োগ করে সামছুরকে তার স্ত্রী পারুল হত্যা করেছে। আমরা তদন্ত সাপেক্ষে আসামীদেরকে গ্রেফতারের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।